পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গত ২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ান দূতাবাস ঢাকাতে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে।

ছবি
  অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ১। পাসপোর্ট (নূন্যতম ৭ মাস মেয়াদ)+ পুরাতন পাসপোর্ট (যদি থাকে)। ২। ন্যাশনাল আইডি কার্ড এবং জন্ম সনদ এর কপি। ৩। নাম, জন্ম তারিখ ও জাতীয়তা, মা-বাবা, ভাই-বোন ও ছেলে-মেয়েদের। ৪। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ৫ লক্ষ টাকা (জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট । ৫। এফ.ডি.আর. এর কপি। ৬। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে। ৭। চাকুরীজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি। ৮। ছবি ২ কপি ৪৫x৩৫ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট। ৯। ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট সর্বশেষ ০৩ বছরের। ১০। এসেট ডকুমেন্টস (বাড়ি, ফ্লাট, গাড়ি ইত্যাদি যদি থাকে)। ১১। সাথে স্পাউস থাকলে তার, পাসপোর্ট, ছবি, ন্যাশনাল আইডি কার্ডের কপি, ম্যারিজ সার্টিফিকেট। ১২। সাথে বাচ্চা থাকলে তাদের পাসপোর্ট, ছবি, জন্ম সনদ, স্কুলের আইডি কার্ড কপি এবং ছুটির পত্র। ১৩। অবসরের কাগজ এর ফটোকপি ইংরেজী অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনা